ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে মহিলা দলের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
সাভারে মহিলা দলের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাভার: ২০ দলীয় জোটের অবরোধকালে সাভারে গাড়ি ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন ও সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার উর্মিসহ মহিলা দলের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাভার মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাজী বাদী হয়ে মামলাটি দায়ের করেন (মামলা নং-২০)।



সাভার থানা সূত্রে জানা যায়, অবরোধকালে ঢাকা আরিচা মহাসড়কের রাঙাবন নার্সারির সামনে গত সোমবার একদল পিকেটার বিভিন্ন ধরনের ৮/১০টি যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়। এ ঘটনার পরপরই ব্যাংক কলোনি থেকে পৌর মহিলা দলের একটি মিছিল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিনের বাড়ির সামনে দিয়ে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল শুরু করে। তখন মিছিল থেকে ৫ মহিলা দল নেতাকর্মী গ্রেফতার হয়।

এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব মিয়া বলেন, মহিলা দলের নেত্রীর নাম উল্লেখসহ ২০/২২ জন অজ্ঞাতনামাকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।