ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
খুলনায় অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ-মিছিল

খুলনা: খুলনায় অবরোধ সমর্থনে বিক্ষোভ-মিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর পিটিআই মোড় এলাকা থেকে এ বিক্ষোভ-মিছিল বের হয়।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এতে নেতৃত্ব দেন।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তৃতায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, কোনো রক্তদান বৃথা যাবে না। আন্দোলনে সবাই এগিয়ে আসলে সফলতা আসবেই। এ আন্দোলন চলছে চলবে। অবৈধ সরকার নির্মূল করতে হবে। আমাদের রাজপথের আন্দোলনে সাহস দেখিয়ে জনবল বৃদ্ধি করতে হবে।

এদিকে, টানা অবরোধের শুরু থেকেই নগরীর প্রবেশমুখে ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি ও পুলিশের পাহারা চোখে পড়ার মতো।

এছাড়া, নগরীর রাস্তাগুলোতে সিএনজি, রিকসা, অটোরিকসা, ইজিবাইক চলাচল স্বাভাবিক রয়েছে।

ভোর থেকে কর্মজীবীদের রাস্তায় চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকান পাটও খুলতে শুরু করেছে। সকাল-সন্ধ্যা পুলিশি পাহারায় দূরপাল্লার যানবাহন ছেড়ে যেতে দেখা গেছে। তবে সংখ্যায় অনেক কম।  

উল্লেখ্য, ৫ জানুয়ারি ঢাকায় ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে ব্যর্থ হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাদেশে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।