ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ৮ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
দিনাজপুরে বিএনপি-জামায়াতের ৮ জন আটক

দিনাজপুর: ২০দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে নাশকতা মূলক কর্মকাণ্ড এড়াতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের ৮ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিনগত গভীর রাত থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।



দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ পরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

দিনাজপুর পুলিশ সুপার রুহুল আমিন বাংলানিউজকে জানান, ২০দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে নাশকতা মূলক কর্মকাণ্ড এড়াতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে ৬জন বিএনপি ও দু’জন জামায়াতের সদস্য বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।