ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা ছবি: রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাশাপাশি যারা রাজনীতির নামে নাশকতায় ইন্ধন দিচ্ছেন তাদেরও এসব থেকে সরে আসার পরামর্শ দেন তিনি।



শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে একটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি  বলেন, ‘সম্প্রতি বাস পোড়ানো, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানসহ বেশ কিছু লোকজনের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সবের ভিডিও ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ’

‘বোমা মেরে আন্দালন হয় না‘ জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই, বোমা মেরে সে আন্দোলন সফল করা যায় না। যারা বোমা মেরে আন্দোলন করছেন বা প্রচেষ্টা চলাচ্ছেন তাদেরকে এসব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ’

তিনি বিরোধী দল বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘গত দুই-তিন দিন ধরে দেশে শান্তির পরিবেশ বোমা মেরে নষ্ট করছেন। দেশকে চলতে দিন। বোমা মেরে হত্যা করে দেশের সম্পদ নষ্ট করে লাভ হবে না’।

এ সময় আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আবদুল হালিম পাটোয়ারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবদুল হালিম, তেজগাঁ কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।