ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়ার মাজারে জমায়েতে পুলিশের বাধা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
জিয়ার মাজারে জমায়েতে পুলিশের বাধা ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিতে আসা বিএনপি নেতাকর্মীদের জমায়েতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে জাতীয় সংসদ অধিবেশন উপলক্ষে সব ধরনের সভা-সমাবেশ মিটিং মিছিল জনসমাগম নিষিদ্ধ থাকায় এ এলাকায় জমায়েত হওয়া যাবে না বলে জানিয়েছে পুলিশ।



তবে বিএনপির সাবেক সংসদ সদস্য বিলকিছ ইসলামসহ চারজন জিয়ার মাজারে গেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার মাজারে ফুল দিতে সকাল থেকেই সমবেত হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

সংসদ ভবনের ভেতরে জিয়ার মাজারে প্রবেশের মূল গেটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জলকামান, প্রিজন ভ্যান ও এসিসি কার।

এ কারণে ফুল দিতে আসা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফতসহ শতাধিক নেতাকর্মী বাইরে অবস্থান করছেন।

সোমবার বিকেলে বসছে জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশন। অধিবেশন শুরুর আগে থেকেই সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ মিটিং মিছিল জনসমাগম নিষিদ্ধ থাকে।

এ বিষয়ে আগের দিন রোববারই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নির্দেশনা  জারি করে। সোমবারও একই কারণে সংসদ এলাকায় কোনো রাজনৈতিক দলের কর্মসূচি করতে দিচ্ছে না পুলিশ।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।