রাজশাহী: অবরোধের পাশাপাশি রাজশাহী বিভাগের আট জেলায় বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতাল ঢিলেঢালাভাবে চলছে।
হরতালের দ্বিতীয় দিন সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আবরোধ ও হরতালের কারণে এদিন রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে সকাল থেকে আন্তঃজেলা রুটের বাস চলাচল শুরু হয়েছে। এছাড়া মহানগরীর বিভিন্ন সড়কে রিকশা, অটোরিকশা মোটরসাইকেল, সিএনজি, শিশুক টেম্পোসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী সিল্কসিটি ও খুলনাগামী আন্তঃনগর ট্রেন কপতক্ষ এক্সপ্রেস ট্রেনসহ বিভিন্ন রুটের আন্তঃনগর এবং লোকাল মেইল ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। ফলে রেলপথে চরম সিডিউল বিপর্যয় ঘটলেও রাজশাহী থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খুলতে শুরু করেছে ছোট ছোট দোকানপাট।
ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও এদিন মূলত কোনো বড় ধরনের লেনদেন হচ্ছে না। সড়কসমূহে পুলিশ, র্যাব ও বিজিবি টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ মোতায়েন রয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানিয়েছেন, হরতালকে কেন্দ্র করে মহানগরী জুড়ে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মহানগর এলাকায় অভিযান চালিয়ে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জামায়াত-বিএনপির আটজনকে আটক করা হয়েছে। এখনও অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, জেলার মোহনপুর থানা পুলিশ এক বিএনপি কর্মীকে আটক করেছে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রোববার (১৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের আট জেলার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে শিবগঞ্জের কানসাটে ‘বন্দুকযুদ্ধ’-এ ছাত্রদল নেতা মতিউর রহমান এম (৩০) নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে র্যাব। মতিউর রহমান এম (৩০) শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুহিপাড়া গ্রামের উপসাত রহমান মন্টু আলীর ছেলে ও শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫