নোয়াখালী: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১৪তম দিনে নোয়াখালীতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে জেলা শহর মাইজদীতে এ ঘটনা ঘটে।
এর আগে, রোববার রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ কর্মীকে আটক করে পুলিশ। এদের মধ্যে বিএনপির ১৪ জন ও জামায়াতের একজন কর্মী রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানায়, সকাল সাড়ে ৭টার দিকে শহরের বড় মসজিদ মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে অবরোধকারীরা। এসময় তারা একটি অটোরিকশায় আগুন ধরিয়ে। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন অবরোধকারী শহরের সোনাপুর-চৌমুহনী সড়কের মফিজ প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় আগুন দেখে গাড়িতে থাকা চালক ও হেলপার দ্রুত বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাশকতা রোধে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বিভিন্ন সড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টহল দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫