বরগুনা: বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমানের ৭৯ তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এরা হলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন হাসান শাহিন, জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান টিপন, কৃষকদলের তোফাজ্জেল হোসেন ও ছাত্রদলের কর্মী মাসুম বিল্লাহ।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৭৯ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। ওই অনুষ্ঠান থেকে তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান টিটু বাংলানিউজকে বলেন, আমরা সুষ্ঠুভাবে জেলা বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছিলাম এসময় সেখান থেকে কোনো কারণ ছাড়াই তাদের গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে বলেন, হরতাল-অবরোধে রাস্তা কাটাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় চারজনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
রাজনীতি
বরগুনায় বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।