ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ফারুকীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্র সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
ফারুকীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্র সমাবেশ

ঢাকা: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার (২৩ জানুয়ারি) ছাত্র সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।
 
৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ সমাবেশ করা হবে বলে সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর ফকিরাপুলে সংগঠনটির ঢাকা বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান ঢাকা বিভাগীয় ছাত্র সমাবেশের আহ্বায়ক মুহাম্মদ মাসউদ হোসাইন।


 
২৩ জানুয়ারি জুমার নামাজের পর পল্টন-প্রেসক্লাব সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফারুকী হত্যার ঘটনাকে আড়াল করতে ডাকাতি মামলা সাজানো হয়েছে। ৫ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতারতো দূরের কথা, জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ।

সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
 
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশের  পাশাপাশি ওইদিন বিকেল ৪টা ০১ মিনিটে ‘লাখো কণ্ঠে ইয়া নবী সালামু আলাইকা’ পাঠ করা হবে।
 
দেশের ১৭টি জেলাসহ বিভিন্ন স্থান থেকে ছাত্র সেনা, ইসলামী নেতাকর্মী, বিভিন্ন দরবারের পীর মাশায়েখ ও ভক্তরা সমাবেশে যোগ দেবেন। তাই সমাবেশের যানবাহনকে ২০ দলের চলমান অবরোধ কর্মসূচির আওতামুক্ত রাখার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
 
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।