ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যাবে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে হরতাল-অবরোধে দগ্ধ আহতদের দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।



হরতাল ও অবরোধে আগুনে দগ্ধ আহতদের দেখতে ঢামেকের বার্ন ইউনিটে যান সাবেক এই রাষ্ট্রপতি।

সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় এরশাদ বলেন, মর্মান্তিক দৃশ্য দেখলাম। এ দৃশ্য দেখে আমার আর রাজনীতি করতে ইচ্ছে করছে না। আমরা জনগণের জন্য রাজনীতি করি। মানুষ মারার রাজনীতি করি না। যা দেখলাম কান্না আসছে।

তিনি বলেন, এখন আমরা আমাদের ছেলেদের স্কুলে পাঠিয়ে শঙ্কিত থাকি। বর্তমানে দেশে যে অবস্থা বিরাজ করছে, তাতে সবাই আতঙ্কিত-শঙ্কিত। মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে হলে জনগণের সমর্থন দরকার, মানুষ পুড়িয়ে নয়।

আগামীতে রাজনীতির কালচার কেমন হবে, সে ব্যাপারে আলোচনা করার জন্য দেশের সব রাজনৈতিক দলকে একত্রে বসার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, আসুন আমরা সবাই একসঙ্গে বসি। বর্তমান অবস্থায় সবাই শঙ্কিত। আশা রাখি এ সমস্যা একদিন শেষ হবে।

বাংলাদেশ সময় : ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।