ঢাকা: বিএনপির কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়েছেন চিত্রনায়ক হেলাল খান ও উজ্জল।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তারা জিয়ার মাজারে পৌঁছান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উত্তরের কমিশনার বিপ্লব বাংলানিউজকে জানান, গাজী মাজহারুল আনোয়ারসহ ৩ জনকে জিয়ার মাজারে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে সকালে বিএনপি নেতাকর্মীরা জিয়ার মাজারে যেতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেন।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫