ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে সম্মান দেখিয়ে গ্রেফতার করা হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
খালেদা জিয়াকে সম্মান দেখিয়ে গ্রেফতার করা হয়নি খালেদা জিয়া / ড. হাছান মাহমুদ

ঢাকা: বিএনপি চেয়ারপারসনকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেন, খালেদা জিয়াকে সম্মান দেখিয়ে গ্রেফতার করা হয়নি। দেশের জনগণ চাইলে সরকার যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।



সোমবার(১৯ জানুয়ারি)বেলা ১২টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কখা বলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কাযার্লয় সন্ত্রাসীদের হেডকোয়ার্টার। ডিপ্লোম্যাটিক জোনে এটা হুমকিস্বরুপ। অবরোধের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকের উৎপাদিত শাক-সবজি নষ্ট হচ্ছে। মনে হচ্ছে খালেদা জিয়ার আক্রোশ শুধু মানুষের ওপর নয়, সবজির ওপরও।

এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।