ঢাকা: বিদেশে থেকে স্বাক্ষর জাল করে ভুয়া বিবৃতি দিয়ে বিএনপিকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন তারেক রহমান। তাই তাকে দল থেকে বহিস্কার করে বিএনপিকে বাঁচানোর জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোমবার (১৯ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
‘দেশব্যাপী বিএনপির হত্যা নৈরাজ্যে’র প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, খালেদার ‘কুপুত্র’ তারেক রহমান বিএনপিকে নষ্ট করেছে। বিদেশে থেকে স্বাক্ষর জাল করে ভুয়া বিবৃতি দিয়ে বিএনপিকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন তিনি। তাই বিএনপিকে বাঁচাতে হলে তারেক রহমানকে দল থেকে বহিস্কার করতে হবে।
হানিফ আরো বলেন, ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত বিএনপির রাজনীতি এতো ধ্বংসাত্মক ছিলো না।
২০০১ সালে বিএনপির ঘাড়ে জামায়াত সওয়ার হলে শুরু হয় ধ্বংসের রাজনীতি। এসময় খালেদার ‘কুপত্র’ জামায়াতকে সঙ্গে নিয়ে শুরু করে নষ্ট রাজনীতি। তারেক রহমান বিএনপিকে ধ্বংস করছে। বিদেশে থেকে জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে যুক্ত করছে। এজন্য অবিলম্বে তারেক রহমানকে বিএনপি থেকে বহিস্কার করার জন্যে খালেদার প্রতি আহ্বান জানান এ আওয়ামী লীগ নেতা।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, দেশবাসীকে আস্থা রাখতে হবে। আগামী ১ সপ্তাহের মধ্যেই সন্ত্রাস নির্মূল করে পরিস্থিতি শান্ত করা হবে। বিএনপির যে পর্যায়ের নেতাই হোক, আইনের আওতায় এনে তার বিচার করতে হবে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়া চাইলেই সবসময়ই সমাবেশ করতে পারেন। কিন্তু সেটি শান্তিপূর্ণ হতে হবে। দয়া করে মানুষ মারবেন না। আগুন ধরিয়ে যেভাবে জীবন্ত মানুষ পেড়ানো হচ্ছে সেটি বন্ধ করতে হবে।
হানিফ বলেন, ‘খালেদা জিয়ার প্রতি অনুরোধ তথাকথিত অবরোধ প্রত্যাহার করে ঘরে ফিরে যান। ’
মানববন্ধন সঞ্চালন করেন, স্বাচিপের সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপের মহাসচিব ডা. ইকবাল আর্সনাল প্রমুখ।
বাংলাদেশ সময় ১৩৩০ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১৫