ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে হরতাল বাড়লো ২৪ ঘণ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে হরতাল বাড়লো ২৪ ঘণ্টা নাদিম মোস্তফা

রাজশাহী: বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে রাজশাহীতে ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জরুরি বৈঠক শেষে রাজশাহীতে হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট তোফাজ্জাল হোসেন তপু।



তিনি বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরসহ জেলার প্রতিটি উপজেলায় এ হরতাল পালন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে ৠাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল কর্মী নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী বিভাগের ৮ জেলায় রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএনপির ডাকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। এর মধ্যে বিএনপি নেতা আটকে রাজশাহী জেলায় আরও ২৪ ঘণ্টার হরতাল বাড়লো।  

বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলার সভাপতি সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, গোয়েন্দা পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। তবে তাকে আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাচনের আগে টহল ট্রাকে বোমা মেরে পুলিশ হত্যার মামলায় অভিযোগভুক্ত আসামি নাদিম। ওই মামলায় গতবছরের ফেব্রুয়ারিতে নাদিমসহ ৩৬ জনকে কারাগারে পাঠায় আদালত। পরে  হাইকোর্ট থেকে তারা জামিনে মুক্তি পান।

২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজশাহী মহানগরীর রাজারহাতা এলাকায় বিএনপি নেতৃত্বাধীন জোটের মিছিল থেকে পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহত হন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।