বগুড়া: অনির্দিষ্টকালের অবরোধ ও ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে সোমবার (১৮ জানুয়ারি) বগুড়া শহরের পৃথক দু’টি স্থানে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও আওয়ামী লীগ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বাংলানিউজকে জানিয়েছেন, সকাল সাড়ে ৯ টার দিকে শহরের শেরপুর রোড ও ইয়াকুবিয়া মোড়ে জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি।
কর্মসূচি চলাকালে জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা, হামিদুল হক চৌধুরী হিরু, মতিউর রহমান মতি, পরিমল চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ-উন-নবী সালাম, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দুপুর সোয়া ১২ টার দিকে শহরের সাতমাথা টেম্পল রোডের দলীয় কার্যালয় থেকে হরতাল ও অবরোধ বিরোধী একটি মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন তারা।
এ সময় আ’লীগ নেতা মকবুল হোসেন মুকুল, শহর আ’লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন, যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দার লিটন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল, সহ-সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, সাধারণ সম্পাদক মাশরাফি হিরোসহ অন্যরা উপস্থিত ছিলেন।
হরতাল ও অবরোধ চলাকালে দূরপাল্লার গাড়ি চলতে দেখা না গেলেও শহরের ভেতরে ছোটো ও মাঝারি আকারের বেশ কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে আগের দিনের মতোই ট্রেনের সময়সূচিতে বেশ কিছু তারতম্য লক্ষ্য করা গেছে।
শহরের কয়েকটি স্থানে পিকেটিং হয়েছে। এদিকে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আদালতসহ অন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কাজকর্ম ছিল বেশ স্বাভাবিক।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, এ পর্যন্ত শহরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা কাউকে আটক করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫