ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৩২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৩২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা: কুমিল্লায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। এ দু’টি মামলায় আসামি করা হয়েছে ৩২৫ জন নেতাকর্মীকে।



পুলিশের কাজে বাঁধাদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার (১৯ জানুয়ারি) সকালে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দু’টি দায়ের করেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রোববার সকালে চকবাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ১১ জনের নাম উল্লেখ করে বিএনপি-জামায়াতের অজ্ঞাতনামা আরো ১০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এদিকে, ওই দিন দুপুরে কান্দিরপাড় এলাকায় পুলিশের ওপর হামলা করে আহত করার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে বিএনপি-জামায়াত অজ্ঞাতনামা আরো ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার সকাল ১০টায় নগরীর চকবাজার এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ২০ দলীয় জোট নেতাকমীদের সংঘর্ষ হয়। পরে বেলা পৌনে ১২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।