চাপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শহর আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন-শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাকিনা খাতুন পারুল, জেলা কৃষক লীগের আহ্বায়ক মুসফিকুর রহমান টিটো, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বিরোধী দলের হরতাল, ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলাসহ বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫