ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

কালাই উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
কালাই উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ছবি: প্রতীকী

জয়পুরহাট: বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ১৭৫ জন নেতাকর্মীর নামে মামলা দায়েরের প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ হরতাল ডেকে উপজেলার পৌরশহরে মাইকিং করা হয়।



জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা হরতাল আহ্বানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মাঝে দ্বন্দ্বের জের ধরে সোমবার দুপুরে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে কালাই থানায় একটি মামলা দায়ের করে জিন্দারপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইদুর রহমান।

  বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।