ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

সহিংসতা করে সংলাপে বাধ্য করা যায় না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সহিংসতা করে সংলাপে বাধ্য করা যায় না সুরঞ্জিত সেনগুপ্ত

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সহিংসতা করে সরকারকে সংলাপে বাধ্য করবেন বলে কিছু বুদ্ধিজীবীসহ অনেকে মনে করছেন। কিন্তু এটা কোনো গণতন্ত্রে, নীতি-নৈতিকতা বহন করে না।

বুদ্ধিজীবীদের বলতে চাই সন্ত্রাস-নাশকতা-নির্মমতা বন্ধে মুখ খুলুন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মিলনায়তনে এসব কথা বলেন তিনি।

‘চলামান রাজনীতি’ বিষয়ে এ আলোচনা সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন।

সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সহিংসতা বন্ধ করে নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসুন। সভা-সমাবেশ করার অধিকার সবার আছে, এটা কেউ অস্বীকার করে না।

রাজনীতির ক্ষেত্রে আমাদের মধ্যে যে সমস্যা আছে তা শান্তিপূর্ণ পন্থায় সমাধান কর‍া যাবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, অনেকে মনে করেন সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হলেই সহিংসতা বন্ধ হবে। কিন্তু দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধভাবে মাঠে নামলেই কেবল সহিংসতা নির্মূল করা সম্ভব।  

সংগঠনের সহ-সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার জাকির আহমেদ, আব্দুল হাই কানু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।