ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

নাদিমের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
নাদিমের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ নাদিম মোস্তফা

ঢাকা: বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে রাজধানীর গুলশান থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে দশ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নাদিম মোস্তফাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে এ রিমান্ডের আবেদন জানানো হবে।

ডিএমপি’র অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী উপ-কমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলশান থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলাটির (নং: ১৭(১)/১৫) তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই বারিক। এ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব নোয়াখালী জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক  সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় সদস্য বেলাল আহমেদ ও মনিরুল হকের এবং কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাতে গুলশানের একটি বাসা থেকে নাদিম মোস্তফাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজশাহী মহানগরীর রাজারহাতা এলাকায় টহল ট্রাকে বোমা মেরে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যার মামলারও আসামি নাদিম। ওই মামলায় গত বছরের ফেব্রুয়ারিতে নাদিমসহ ৩৬ জনকে কারাগারে পাঠান আদালত। পরে হাইকোর্ট থেকে তারা জামিনে মুক্তি পান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

** নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে হরতাল বাড়লো ২৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।