ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
রাজশাহীতে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল

রাজশাহী: হরতাল-অবরোধের নামে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি ও পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে সরকার সমর্থকরা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গণকপাড়া মোড় থেকে মহানগর জাসদ ও আদালত চত্বরে আওয়ামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।



মহানগরীর আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইব্রাহীম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকারসহ আওয়ামী লীগপন্থী আইনজীবীরা অংশ নেন।

অন্যদিকে, গণকপাড়া মোড় থেকে মহানগর জাসদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলীর নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি সাহেববাজার জিরোপয়েন্ট ও সোনাদিঘী মোড় হয়ে গণকপাড়া মোড়ে শেষ হয়।

মিছিলে অন্যদের মধ্যে মহানগরের সাংগঠনিক সম্পাদক আমিরুল কবির বাবু, মহানগর যুবজোটের সভাপতি শরিফুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।