ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে ড্যাবে’র কম্বল বিতরণ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
রাজধানীতে ড্যাবে’র কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিন উপলক্ষে রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে শীতার্তদের ম‍াঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পক্ষ থেকে এ কম্বল বিতরণ করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।



রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু করে কাঠাল বাগান ঢাল, বাংলামটর, শাহবাগ, শিশুপার্ক, রমনা, মস্যভবন, পল্টন, দৈনিকবাংলা মোড়, মতিঝিল, নটরডেম কলেজ, ইত্তেফাক মোড় হয়ে গুলিস্তানে রাত ১.০০টায় কম্বল বিতরণ কাজ শেষ হয়।

সর্বমোট ১৫শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের তত্ত্বাবধানে কম্বল বিতরণে অংশ নেন অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক রফিকুল কবির, ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. সাইফউদ্দিন নিসার আহম্মেদ, ডা. শামীউল আলম সুহান, ডা. জাহিদুল কবির, ডা. আল আমিন, ডা. এমরানুর রহমান সনেট, ডা. জাবেদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।