ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার গাবতলীতে ১৪ দলের জনসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
মঙ্গলবার গাবতলীতে ১৪ দলের জনসভা

ঢাকা: চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে জনসভা করতে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে রাজধানীর গাবতলীর মাজার রোডে এই জনসভা করবে দলটি।


 
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশবিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, চোরাগুপ্তা বোমা হামলা, জঙ্গি নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, এমন অভিযোগ এনে এসবের বিরুদ্ধে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে জনসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
১৪ দলের এ জনসভায় বক্তব্য রাখবেন- আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নগর ১৪ দলের মুখপাত্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ কেন্দ্রীয় ১৪ দলের অন্য নেতারা।
 
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহার গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।