ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
সিলেটে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, আটক ৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে ঝটিকা মিছিল থেকে রাস্তা অবরোধ করেছে জামায়াত শিবিরকর্মীরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, ২০দলীয় জোটের অবরোধ ও বুধবার সিলেটে হরতালের সমর্থনে নগরীর বন্দরবাজারে ঝটিকা মিছিল বের করে রাস্তা অবরোধ করে শিবিরকর্মীরা।

খবর পেয়ে পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে তারা জেলরোড এলাকা দিয়ে তারা পালিয়ে যায়। পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলকারী সন্দেহে ছয়জনকে আটক করে।

এদিকে, অভিযানকালে বন্দরবাজার করিমউল্লাহ মার্কেটের ফটক বন্ধ করে দেয় পুলিশ। এতে ব্যবসা বিঘ্নিত হওয়ায় উত্তেজিত হয়ে ওঠেন ব্যবসায়ীরা। তারা পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ ঘটনাস্থল থেকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে আশপাশের এলাকা থেকে অন্তত ৬/৭ জনকে আটক করা হয়েছে।

তবে তাৎক্ষণিক তিনি আটকদের নাম জানাতে পারেননি।

সন্ধ্যা পৌনে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিলো বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।