ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

অবরোধে গিয়ে ট্রাকচাপায় যুবদল নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
অবরোধে গিয়ে ট্রাকচাপায় যুবদল নেতা নিহত ছবি: প্রতীকী

রাজশাহী: গোদাগাড়িতে হরতাল-অবরোধ পালন করতে গিয়ে ট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।


মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার নবগ্রামে গোদাগাড়ী-কাঁকনহাট সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবদল নেতার নাম এসলাম হোসেন (৩৬)। তিনি অলকছাত্রা গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে। এসলাম উপজেলার রিসিকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি। আহত যুবদল কর্মীর নাম আলমগীর হোসেন (৩৫)। সে একই গ্রামের রুহুল আমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নবগ্রাম মোড়ে গোদাগাড়ীগামী একটি খালি ট্রাক থামানোর চেষ্টা করে যুবদলের তিন নেতাকর্মী। এসময় চালক ট্রাক না থামিয়ে বরং গতি বাড়িয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ট্রাকের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে এসলাম ও আলমগীর। এদের মধ্যে এসলাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আলমগীরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তবে সড়ক দুর্ঘটনায় এসলামের মৃত্যু হয়েছে বলে দাবি করেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।

তিনি বলেন, হরতাল-অবরোধ পালন করতে তারা একসঙ্গে গোদাগাড়ী সদরে গিয়েছিলেন। কিন্তু কোন দলীয় কোনো কর্মসূচি না থাকায় তারা মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে নবগ্রাম মোড়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে এসলাম মারা যান।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।