ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আলোচনার তত্ত্ব বাদ দেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
আলোচনার তত্ত্ব বাদ দেন শেখ ফজলুল করিম সেলিম

ঢাকা: বুদ্ধিজীবী ও কূটনীতিকদের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, দেশে কিছু পণ্ডিত ব্যক্তি রয়েছেন, যারা বলেন একটু আলোচনা করলেই তো হয়। ইউরোপীয় ইউনিয়নসহ অন্য দেশও বলছে আলোচনার কথা।

স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের কোনো বিদেশি প্রভু নেই। এখানের রাজনীতি কী হবে, এদেশের মানুষ নির্ধারণ করবে। ওই সব তত্ত্ব-ফত্ত্ব বাদ দেন।  

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর অফিস ও বাসভবনে বোমা হামলার প্রতিবাদে এ সভার আয়োজন করে সংগঠনটি।

শেখ সেলিম বলেন, ২০১৪ সালে জামায়াত নির্বাচন করেনি, তাই আপনিও (খালেদা) নির্বাচনে যাননি। এখন বলেছেন দাবি মানতে হবে। বিএনপির নেতা দেখো সব। খালেদা অবরুদ্ধ, সেখানে কোনো নেতার খবর নেই। কাল জিয়ার জন্ম দিন ছিল। সেখানেও কোনো নেতা যায়নি। কি বিপ্লবী নেতা দেখ!

শেখ সেলিম বলেন, ওদের কোনো সাহস নেই। সাহস থাকলে সামনে আসুন। স্থান ও সময় নির্দিষ্ট করেন। আপনিও নামবেন আমরাও নামবো। দেখা যাবে কার সঙ্গে জনগণ আছে।

এসময় তিনি খালেদা জিয়াকে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তর যুব লীগের সভাপতি মো. মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।