ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জিয়া জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছেন’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
‘খালেদা জিয়া জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংসদ অধিবেশন গ্যালারি থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আন্দোলকে জঙ্গিবাদী কার্যক্রম বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, তার নেতৃত্বে ও ঘোষণায় যে আন্দোলন চলছে তা সন্ত্রাসী জঙ্গিবাদী কার্যক্রম।

বাংলাদেশে কোনও জঙ্গির স্থান থাকবে না। বিশ্বের নেতারাও এই জঙ্গিবাদের বিরুদ্ধে।

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ছাত্রদলের যে কর্মীরা বোমা হামলা করতে গিয়ে মারা পড়েছে তা তার জঙ্গিবাদী কার্যক্রমের জন্যই। আর এটা বিএনপি নেত্রীর নির্দেশেই হয়েছে।

শেখ হাসিনা বলেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তার সরকার সহনশীলতার সঙ্গে এগুচ্ছে। কারণ সরকার দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

তিনি বলেন. আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য আর খালেদা জিয়ার রাজনীতি তার ব্যক্তিগত স্বার্থের জন্য। তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান বলেই দেশ জুড়ে এখন জঙ্গিবাদী কার্যক্রম শুরু করেছেন।

তিনি বেঁচে থাকতে দেশে জঙ্গিবাদকে মাথাচাড়া দিতে দেবেন না, ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে জঙ্গিবাদের একটা ক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না। এখানে ধর্মীয় সম্প্রীতি ও সহমর্মিতা আছে। আমি বেঁচে থাকতে এখানে জঙ্গিবাদের উত্থান হতে দেব না।

প্রতিটি এলাকায় জঙ্গিবাদ বিরোধী কমিটি গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেখানেই নাশকতাকারীদের পাবেন, বোমাবাজদের পাবেন সঙ্গে সঙ্গেই তাদের প্রতিরোধ করবেন, ধরিয়ে দেবেন। দেশবাসী যেন সঠিক পথে থাকেন, তারা যেন সহায়তা করেন।
 

দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া নির্বাচনে যাননি কারণ, জামায়াত নির্বাচনে আসেনি। তার উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বাঁচানো। তার (খালেদা জিয়া) ছেলে বহু মামলার আসামি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনিও আসামি। এতিমের টাকা মেরে দিয়েছেন তিনি। সেই মামলায় কোর্টে যান না। কোর্টে যেদিন গেলেন অস্ত্রধারীদের নিয়ে গেলেন।

ছেলেকে রক্ষা করতে, দুর্নীতির মামলা থেকে বাঁচতে ও যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্যই তিনি মানুষ খুন করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনার নির্বাচনে না আসার ভুল সিদ্ধান্তের খেসারত কেন জনগণ দেবে? তিনি (খালেদা জিয়া) বলেছিলেন, ‘আমি নাকি কোনো দিন বিরোধী দলের নেতা হতে পারব না, প্রধানমন্ত্রী হওয়া তো দ‍ূরের কথা। এখন তিনি নেই বিরোধী দলের নেতাও নন, প্রধানমন্ত্রী নন। তার সেই রাগ সাধারণ মানুষের ওপর গিয়ে পড়ছে।

বাংলাদেশ সময় ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫/আপডেট: ২১৪৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।