ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সচিবালয়ের গেটে ৩ ককটেল বিস্ফোরণ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
সচিবালয়ের গেটে ৩ ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

ঢাকা: সচিবালয়ের এক নম্বর গেটে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, মোটরসাইকেলে যোগে কয়েক দুর্বৃত্ত এসে পরপর ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।