ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

অ্যাড. ইমরুল কায়েসের মৃত্যুতে জামায়াতের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
অ্যাড. ইমরুল কায়েসের মৃত্যুতে জামায়াতের নিন্দা

ঢাকা: নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি অ্যাডভোকেট ইমরুল কায়েসকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে হত্যা করেছে অভিযোগ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইমরুল ১নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর।



মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, ইমরুল কায়েসকে পরিকল্পিতভাবে হত্যা করে সরকার এখন তথ্য সন্ত্রাস চালিয়ে তার ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।  

বিবৃতিতে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।