ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় হরতালের পক্ষে-বিপক্ষে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বগুড়ায় হরতালের পক্ষে-বিপক্ষে সমাবেশ

বগুড়া: অনির্দিষ্টকালের অবরোধ ও ৩৬ ঘণ্টা হরতালের পক্ষে-বিপক্ষে বগুড়া শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি ও আওয়ামী লীগ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পৃথক দুইটি স্থানে এসব কর্মসূচি পালন করে তারা।



প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মাটিডালী বিমান মোড়ে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান শফিকের সভাপতিত্বে অবরোধ ও হরতালবিরোধী সমাবেশ করে আওয়ামী লীগ।

মিছিল পূর্ব সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন বলেন, বিএনপি জনগণের বিরুদ্ধে বা জনদূর্ভোগ সৃষ্টিকারী যেকোনো কর্মস‍ূচি অব্যাহত রাখলে শান্তিপ্রিয় জনতা ঘরে বসে না থেকে এর কড়া জবাব দিতে প্রস্তুতি নিয়েছে। নৈরাজ্যের প্রতিবাদ জানাতে এখন রাজপথে নেমে এসেছে মানুষ। জ্বালাও, পোড়াও, ভাঙচুর,  অগ্নিসংযোগের রাজনীতি বন্ধ না করলে বিএনপি জোটের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। জনতার তোপের মুখে পালানোর পথ খুজে পাবেনা বিএনপি-জামায়াত জোট।
 
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অ্যাডভোকেট মকবুল হোসেন মুকল, তবিবর রহমান তবি, আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার রায়, তপন চক্রবর্তী, অধ্যাপক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন, যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ খান রনি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুবলীগ নেতা আমিনুল ইসলাম ডাবলু, শুভাশীষ পোদ্দার লিটন, আলহাজ শেখ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, বিলাসী রানী সরকার, স্বপ্না চৌধুরী, আলেয়া, জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল, সাধারণ সম্পাদক মাশরাফি হিরোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।   

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে শহরের শেরপুর রোড ইয়াকুবিয়া মোড়ে জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ কর্মসূচি করে জেলা বিএনপি।

সমাবেশে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করেছে। ‘ফ্যাসিস্ট অবৈধ’ আওয়ামী সরকার গণতন্ত্রকে হত্যা করে সারাদেশের বিএনপি নেতাদেরকে গ্রেফতার, হয়রানি, গুম, গুপ্ত হত্যা আর গুলি চালিয়ে নাগরিকের সাধারণ অধিকার খর্ব করেছে। শুধু তাই নয়, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগ করছেন।

এসময় জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ছাড়াও সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সহ-সভাপতি মতিউর রহমান মতি, পরিমল চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ-উন-নবী সালাম, জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, দিনভর শহরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময় : ০৮৪৫ ঘণ্টা,  জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।