ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় আটক ৫

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
রূপগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় আটক ৫ ছবি : প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার গোলাকান্দাইল ও নাগেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন- গোলাকান্দাইল এলাকার আলী আহাম্মেদের ছেলে আলমগীর মিয়া (২৬), জালাল উদ্দিনের ছেলে জসিম (২৮), মৃত মোহাম্মদ আলীর ছেলে হানিফ (২৮), আব্দুল জব্বার মেম্বারের ছেলে ইয়াছিন (৩২) ও ইমামুল হকের ছেলে মাসুম (২৬)।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় নাগেরবাগ এলাকায় জমি দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ রাত ৮টার দিকে গোলাকান্দাইল ও নাগেরবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে।

আটক সবাইকে বুধবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।