ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

১৩০ ককটেল, ৩ কেজি গান পাউডার জব্দ

মহাখালীতে ৫ শিবির নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
মহাখালীতে ৫ শিবির নেতা আটক ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  ১৩০টি ককটেল, ৩ কেজি গান পাউডার ও ২ লিটার পেট্রোলসহ পাঁচ শিবিরনেতাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বনানী থানা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানও রয়েছেন।



মঙ্গলবার (২০ জানুয়ারি)দিবাগত রাত আড়াইটা থেকে বুধবার ভোর ৪টা পর্যন্ত আড়াই ঘণ্টার বিশেষ অভিযানে মহাখালী টিভিগেট এলাকার একটি মেসবাড়ি থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিকভাবে বনানী থানার ওসি তদন্ত শেখ শাহীনুর রহমান এ খবর নিশ্চিত করেন।

পরে সকাল সোয়া ৯টায় বনানী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে আটক শিবির নেতাদের হাজির করা হয়।

এ সময় গুলশান জোনের ডেপুটি কমিশনার (ডিসি) খন্দকার লুৎফুল কবির বলেন, রাজধানীর মহাখালী টিভি গেটের ব্লক-চ, ১৩৩/১নং বাসা থেকে নাশকতার বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তারা ওই বাসায় মেস করে থাকতো। অভিযান পরিচালনার সময় তাদের বোমা তৈরিরত অবস্থায় পাওয়া যায়।

অভিযানে ১৩০টি ককটেল, ৩ কেজি গান পাউডার, ১০ কেজি সমপরিমাণ পাথর, ২ লিটার পেট্রোল, ছাত্র শিবিরের বইপত্রও জব্দ করা হয় বলে জানান লুৎফুল কবির।

আটক হওয়া শিবিরের বাকি চার নেতা হল জয়নাল আবেদীন (২১), সে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে এলএলবি (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। আরিফুজ্জামান আরিফ (১৮), সে ঢাকা পলিটেকনিকের আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। খালিদ সাইফুল্লাহ (১৯), উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আতিয়ার রহমান (২২), সে সরকারি তিতুমীর কলেজের ইংরেজি শেষ বর্ষের ছাত্র।

এছাড়া, তাদের কাছ থেকে নাশকতার জন্য জানুয়ারি মাসে আদায় করা ১ লাখ ৫ হাজার ১ শ’ চাঁদার টাকাও উদ্ধার করেছে পুলিশ। এই টাকা তারা নাশকতার জন্য ব্যবহার করতো বলেও জানান গুলশান জোনের ডিসি।

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নাশকতার জন্য সর্বোচ্চ যে শাস্তি হওয়া দরকার, তাদের তাই হবে। এছাড়া জিজ্ঞাসাবাদ শেষে পরে আরও বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।