ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে পুলিশ কনস্টেবলকে কুপিয়েছে অবরোধকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
গাজীপুরে পুলিশ কনস্টেবলকে কুপিয়েছে অবরোধকারীরা

গাজীপুর: গাজীপুর মহানগরের ভোগরা পুলিশ ফাঁড়ির পাশেই মো. সাব্বির হোসেন নামে এক কনস্টেবলকে কুপিয়েছে অবরোধকারীরা।

বুধবার (২১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ডিউটি থেকে ফেরার পথে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

 
 
গাজীপুর সদর হাসপাত‍ালের জরুরি বিভাগে দায়িত্বরত সিনিয়র ব্রাদার মো. হাবিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাব্বির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

শরীরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফোউজিয়া বেগম জানান, একজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর শুনেছি। বিস্তারিত এখনো জানতে পারিনি।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।