ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

দেশে ৫ কোটি যুবক বেকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
দেশে ৫ কোটি যুবক বেকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমানে দেশের ৫ কোটি যুবক বেকার রয়েছেন বলে মন্তব্য করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটি ফ্রন্টের (এনডিএফ) মহাসচিব আলমগীর মজুমদার। তিনি বলেন, এই বেকারত্বের কারণে দেশের ভবিষ্যৎ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।



মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘শহীদ আসাদ, ৬৯-এর গণঅভ্যুত্থান: প্রেক্ষাপট আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

এনডিএফ মহাসচিব আলমগীর মজুমদার বলেন, বাংলাদেশের মানুষের খাদ্যাভাবের মধ্যে দেশের চাল-ডালসহ বিভিন্ন পণ্য ভারতে বিনা শুল্কে পাচার করা হচ্ছে।

তিনি বলেন, আমরাও দেশের সব স্তরের জনগণ অবিলম্বে জাতীয় নির্বাচন চাই। দেশের পরিস্তিতি ক্রমশই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। বর্তমানে দেশে বেকার যুবকদের সংখ্যা ৫ কোটি। তাহলে ভবিষ্যতে দেশের অবস্থা কতটা ভয়ঙ্কর হতে পারে।

চলমান রাজনৈতিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, দুটি দল দেশের গণতন্ত্রের বারোটা বাজিয়ে ছেড়েছে। এখন সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নেই।

আলোচনা সভায় বক্তারা অবিলম্বে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, আসাদ ও ৩০ লাখ শহীদ দেশের বর্তমান চিত্র দেখার জন্য প্রাণ দেননি। তারা দেশের মানুষকে স্বাধীন ও নিরাপদে রাখার জন্য শহীদ হয়েছিলেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবায়দা কাদের, বাংলাদেশ মুসলীম লীগের মহাসচিব আতিকুল ইসলাম এবং জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম খান মজলিস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।