ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ৩০ কর্মীকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতভর জেলার তিন থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।



পুলিশ কন্টোলরুম সূত্র থেকে জানা গেছে, সদর থানা পুলিশ ৭ জন, গাংনী থানা পুলিশ ১৩ জন ও মুজিবনগর থানা পুলিশ ১০ জনকে আটক করে।

এরা হলেন, মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের সামসুল হকের ছেলে শামিদুল ইসলাম (৩০), কিতাব আলীর ছেলে লিটন হোসেন (২৬), সন্তোষ আলীর ছেলে রিজু হোসেন (২০), বন্দর গ্রামের হোদায়েত হোসেনের ছেলে শাহান আলী (৩৮), সমশের আলী শেখের ছেলে সুলতান হোসেন (৩৬), অলি উদ্দীনের ছেলে আবুল বাশার (৩২) ও সোহরাব হোসেনের ছেলে সিজন হোসেন (৩৫)।

মুজিবনগর উপজেলার আটকদের মধ্যে রয়েছেন, ভবেরপাড়া গ্রামের চারু মণ্ডলের ছেলে সেবা মণ্ডল (৪২), পুরন্দরপুর গ্রামের আব্বাছ আলীর ছেলে শান্ত হোসেন (২৫), চাঁদ আলীর ছেলে ইদ্রিস আলী (৩০), নবীছদ্দিনের ছেলে শুক চাঁদ (২৫), রমজান আলীর ছেলে মোলাম উদ্দীন (৪৮), আলতাব আলীর ছেলে শাফায়তুল হোসেন (৪৫), আবু বক্করের ছেলে আলমগীর হোসেন (২৫), আবু সাদেকের ছেলে তারিক হোসেন (১৮), আব্দুল করিমের ছেলে রকিবুল ইসলাম (২১) ও বাগোয়ান গ্রামের শফিকুল ইসলামের ছেলে হজরত আলী (৩৬)।

গাংনী উপজেলার আটকদের মধ্যে রয়েছেন, গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের আফেল উদ্দীনের ছেলে হাসমত আলী (৪০), ফাকের উদ্দীনের ছেলে আফিল উদ্দীন (৬০), মহিষাখোলা গ্রামের আব্দুল লতিবের ছেলে হাসিবুল ইসলাম লাল্টু (৩৮), মতিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলাম (৩৭), ধানখোলা গ্রামের ইযামিন আলীর ছেলে বিদ্যুৎ হোসেন (৪২), আমজাদ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৫), রাইপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫০), সুজির আলীর ছেলে আব্দুল বারেক (৫০), নওদাপাড়া গ্রামের সামসুল হকের ছেলে বান্টু (৪২), ফকির মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৬), কোদাইলকাটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হোসেন আলী (৩২), গাঁড়াবাড়িয়া গ্রামের জহির মণ্ডলের ছেলে লাল্টু হোসেন (৪৫) নিশিপুর গ্রামের চাঁদ মোহাম্মদের ছেরে জহির উদ্দীন (৪৫)।

পুলিশ সুপার হমিদুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের বিভিন্ন সময়ে সদর থানার ওসি আহসান হাবীব, গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম, মুজিবনগর থানার ওসি রবিউল ইসলামের নেতৃত্বে তিন উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
 
পুলিশ সুপার হামিদুল আলম বাংলানিউজকে জানান, ২০ দলীয় জোটের ডাকা অনিদির্ষ্টকালের অবরোধে নাশকতার আশঙ্কায় বিএনপি জামায়াতের এসব কর্মী সমর্থকদের আটক করা হয়।

১৫১ ধারায় আটক দেখিয়ে এদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে।
 
এদিকে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহত্রাণ-বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন বিনা মামলায় বিএনপি জামায়াতের নিরীহ নেতাকর্মীদের আটকের তীব্র নিন্দা জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

বুধবার সকাল থেকেই গাংনী উপজেলা বিএনপি কার্যালয় ঘীরে রেখেছে গাংনী থানা পুলিশ। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতার আশঙ্কায় গাংনী উপজেলা বিএনপি কার্যালয়সহ উপজেলা শহর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।