ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘রাজনৈতিক অচলাবস্থার জন্য আ’লীগই দায়ী’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
‘রাজনৈতিক অচলাবস্থার জন্য আ’লীগই দায়ী’

ঢাকা বিশ্ববিদ্যালয়: দেশের বর্তমান রাজনৈতিক ‘অচলাবস্থার’ জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকেই দায়ী করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে তারা আওয়ামী লীগের ওপর এ দায় চাপান।



অধ্যাপক মো. লুৎফর রহমানের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

মানববন্ধনে ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার বলেন, গত বছর ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গণন্ত্রের খোলসে ‘স্বৈরাতন্ত্র’ প্রতিষ্ঠা করেছে। আজকের এই রাজনৈতিক ‘অচলাবস্থার’ জন্য তারাই দায়ী।

তিনি বলেন, এই রাজনৈতিক ‘অচলাবস্থা’ নিরসনের উদ্যোগ বর্তমান ক্ষমতাসীন সরকারকেই নিতে হবে। তাই ফলপ্রসূ এবং কার্যকরী একটি আলোচনা করতে হবে। যার মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কেয়ার-টেকার হোক আর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হোক একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে শেখ হাসিনা ওয়াদা করেছিলেন যে সাংবিধানিক ধারা অব্যহত রাখার জন্যেই এই নির্বাচন। এর পরে আলাপ-আলোচনার প্রেক্ষিতে সব দলের অংশগ্রহণে আর একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে। কিন্তু তারা সেই ওয়াদা পালন করেননি। তাই আজ দেশে এই রাজনৈতিক অচলাবস্থা।

ঢাবির কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বলেন, রাজনৈতিক সহিংসতায় প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছেন। মুক্তিযুদ্ধের সময় দেশে যে রকম অবস্থা বিরাজ করছিল, চাঁপাইনওয়াবগঞ্জের ঘটনাগুলো দেখে তাই মনে হচ্ছে। দেশ যেন এখন দখলদার বাহিনীর অধীনে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, প্রধান বিরোধী দলের যাদেরকে আটক করা হয়েছে, তাদের মধ্যে যদি সন্ত্রাসী কেউ থেকে থাকে তবে তাদেরকে আটক রেখে অন্যদের মুক্তি দিন।

এছাড়া সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনেরও দাবি জানান অধ্যাপক ড. সদরুল আমিন।

এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন- ঢাবির ফার্মেসী অনুষদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার, সাদা দলের বিজ্ঞান অনুষদের আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আজীজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।