ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে প্রাইভেটকার ও পিকআপে আগুন, আটক তিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
গাজীপুরে প্রাইভেটকার ও পিকআপে আগুন, আটক তিন

গাজীপুর: হরতাল আর অবরোধের সমর্থনে চোরাগোপ্তা হামলা করে গাজীপুরে একটি পিকআপ ও প্রাইভেটকারে আগুন দিয়েছে অবরোধকারীরা। এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা জেলায় পুলিশের অভিযানে আটক হয়েছে তিন অরবোধকারী।



বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এ সময় বেশ কিছু গাড়িতে ইট-পাটকেলও নিক্ষেপ করে তারা।

এরআগে, এদিন সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় ঢাকা-গাজীপুর রোডে একটি পিকআপে পেট্রোল ঢেলে আগুন দেয় অবরোধকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি জয়দেবপুর-আমতলি আঞ্চলিক সড়কের হাড়িনাল উত্তর পাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে আগুন দেয়। এ সময় গাড়ির মালিক সানাউল্লাহ ভয়ে পালিয়ে যান।

এদিকে, পিকআপে অগ্নিসংযোগের বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় ঢাকা-গাজীপুর রোডে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি চলমান পিকআপে (ঢাকা মেট্রো ঠ-১১-২৪৩৯) পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এ সময় পিকআপের চালক দ্রুত গাড়ি থামিয়ে দৌড়ে পালান। আগুনে গাড়ির বেশ কিছু অংশ পুড়ে যায়। সংবাদ পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান লিটন বাংলানিউজকে দুই গাড়িতে ‍অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওওয়ান) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, গত রাতে সারা জেলা থেকে নাশকতার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।