ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বেনাপোলে বিএনপির দুই কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বেনাপোলে বিএনপির দুই কর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম ( ফাইল ফটো )

বেনাপোল (যশোর): বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রাম থেকে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ৮টায় তাদের আটক করা হয়।



আটক বিএনপি কর্মীরা হলেন- সাদিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে খোকন (৩৫) ও দীন মোহাম্মদের ছেলে জহিরুল (৪৫)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, ২০ দলের ডাকা টানা অবরোধ ও হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় ওই দুই বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।