ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

তামাশা করতে বার্ন ইউনিটে গিয়েছেন মাহবুব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
তামাশা করতে বার্ন ইউনিটে গিয়েছেন মাহবুব ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান তামাশা করতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গিয়েছেন। এভাবে যারা তামাশা করতে বার্ন ইউনিটে যাবেন তাদের শায়েস্তা করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।



বুধবার (২১ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতাল-অবরোধের প্রতিবাদে আওয়ামী সমর্থক জোটের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

কামরুল বলেন, লন্ডন থেকে আইএস জঙ্গি কানেকশনের নির্দেশে হরতাল-অবরোধের নামে বর্বরতা চলছে। এ বর্বরতা দমনে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

প্রতিটি ঘটনার জন্য বিএনপি-জামায়াতের শীর্ষ নেতা খালেদা জিয়াই দায়ী। মানুষ হত্যা করে দাবি আদায়ের যে সংস্কৃতি চালু করার চেষ্টা হচ্ছে, আমরা তা
করতে দেবো না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন কামরুল।

তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা সংলাপের মাধ্যমে সমাধান হতে পারে। কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সন্ত্রাসী
কর্মকাণ্ড নিয়ে আলোচনা হতে পারে না।

সংবাদমাধ্যম ও পুলিশের তদন্ত অনুযায়ী, মৎস্য ভবনের সামনে পুলিশ ভ্যানে বোমা মেরেছে ছাত্রদলের সন্ত্রাসী কর্মী। সে গতকাল ‘ক্রসফায়ারে’ মারা গেছে।
তার জন্য ৪৮ ঘণ্টার হরতাল দেওয়া হয়েছে।

সন্ত্রাসীদের বিচার বাধাগ্রস্ত করতে এ ধরনের অবৈধ হরতাল মেনে নেওয়া যায়
না। এদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় কমিটি গঠন করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান কামরুল।

আওয়ামী সমর্থক জোটের সভাপতি আবদুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দ‍ুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
বীরবিক্রম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওলাদ হোসেন প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।