ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের নতুন জঙ্গি সংগঠন বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
দেশের নতুন জঙ্গি সংগঠন বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপিকে ‘দেশের নতুন জঙ্গি সংগঠন’ বলে দাবি করেছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।
 
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর রেলভবনে ভারতের অর্থায়নে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের চুক্তি সই অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।



এ সময় ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।
 
রেলপথমন্ত্রী বলেন, আমি আজ নতুন একটি জঙ্গি সংগঠনের নাম বলতে চাই। দেশে একটি সংগঠন নতুন জঙ্গি সংগঠনে রূপ নিয়েছে। এর নাম বিএনপি। এতদিন আমরা জানতাম, জামাত-শিবির জঙ্গি সংগঠন। এখন বিএনপিও জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে।
 
মুজিবুল হক বলেন, বিএনপি তাদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করে ফেলেছে তারা জঙ্গি। এর প্রধান হচ্ছেন- খালেদা।  
 
রেলে নাশকতায় খালেদার ‘হাত’ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার (খালেদা জিয়া) ইন্ধনেই রেললাইন উপড়ানো, ফিসপ্লেট ওল্টানো, কোচ বা বগিতে আগুনসহ রেলের ওপর নাশকতা চালানো হচ্ছে।
 
মন্ত্রী বলেন, বিএনপির আমলে রেলের বহরে কোনো বগি বা কোচ যুক্ত হয়নি।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেলসচিব মনসুর আলী শিকদার, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, ভারতের সরবরাহকারী প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর রাজিব মালহোত্রা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

** রেলের বহরে যোগ হচ্ছে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।