ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

অবরোধ-ধর্মঘটের আওতামুক্ত ও লেভেল পরীক্ষা

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
অবরোধ-ধর্মঘটের আওতামুক্ত ও লেভেল পরীক্ষা ছবি: প্রতীকী

ঢাকা: ২০ দল ঘোষিত অবরোধ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ধর্মঘট চলার সময় ও লেভেল পরীক্ষাকে এর আওতামুক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত ২০ দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হরতাল, অবরোধের কর্মসূচি বহাল থাকবে।

তবে কেবল ও লেভেল পরীক্ষা এই কর্মসূচির আওতায় পড়বে না। ’

এছাড়া পরীক্ষার্থীদের বহনকারী যানবাহনকে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ-হরতালের আওতামুক্ত রাখার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।