ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

তালায় বিএনপি-জামায়াতের ৬ কর্মী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
তালায় বিএনপি-জামায়াতের ৬ কর্মী আটক ফাইল ফটো

তালা (সাতক্ষীরা): নাশকতার আশঙ্কায় সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতভর এ অভিযান চালানো হয়।



আটক ব্যক্তিরা হলেন-উপজেলার খানপুর গ্রামের সাদ্দাম হোসেন (২২), হরিহরনগর গ্রামের খোরশেদ আলম (৪৫), পাঁচরোখি গ্রামের রেজাউল সরদার (৪০), কুমিরা গ্রামের কবিরুল ইসলাম (৬০), মিঠাবাড়ি গ্রামের রবিউল ইসলাম (৫৫) ও খোর্দ গ্রামের কাওসার আলীর ছেলে মনিরুল ইসলাম (২৪) ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম ও তালা ও তালা উপজেলাধীন পাটকেলঘাটা থানার ওসি মো. তরিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।