ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিটলারের সহযোগী : রিজভী

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিটলারের সহযোগী : রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ

ঢাকা: ‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকর্মীদের হত্যায় পুলিশকে সমর্থন দেয়ার অভিযোগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হিটলারের সহযোগী নাৎসী আইকম্যান হিসেবে অভিহিত করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

বুধবার দুপুরে বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করেন রিজভী আহমেদ।



বিবৃতিতে রিজভী আহমেদ ক্ষোভের সঙ্গে বলেন, ‘গায়ের জোরে ক্ষমতা দখল করে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন নিপীড়ন চালাতে একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েম করার মাধ্যমে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করে বিরোধী দলের ওপর দোষ চাপানো হচ্ছে। আর এ ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করছে সরকার। এই সরকার যে ভয়ংকর গণদুশমন তার আরও একটি প্রমান হলো-কথিত বন্দুক যুদ্ধে বিএনপি নেতা-কর্মীদেরকে হত্যার জন্য পুলিশকে সমর্থন দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেনো হিটলারের সহযোগী নাৎসী আইকম্যানের ভূমিকা পালন করছেন। আদিম শিকারীরা যেমন শিকারকে বধ করার পর বন্য উল্লাসে মেতে উঠে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য সেই উল্লাসেরই প্রতিধ্বনি। এ ধরনের মানবতাবিরোধী বক্তব্য কেবলমাত্র বেআইনি অবৈধ সরকারের সদস্যদেরই সাজে। ’

এছাড়া ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচিসহ ২০ দলীয় জোটের বুধবার থেকে শুরু হওয়া ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে হরতাল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।