ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরায় বিএনপি-জামায়াতে ১৭ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
মাগুরায় বিএনপি-জামায়াতে ১৭ নেতাকর্মী গ্রেফতার ছবি: প্রতীকী

মাগুরা: খুলনা বিভাগে চলা হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় মাগুরার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে মাগুরা সদর, শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করা হয়।



সদর থানায় হাতে গ্রেফতাররা হলেন- সদরের চাউলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড  বিএনপির সভাপতি আলিমুজ্জামান, বিএনপি কর্মী পিকুল শেখ ও জগদল ইউনিয়ন বিএনপির কর্মী গোলাম রসুল।

শালিখা থানায় বিএনপি-জামায়াতের গ্রেফতাররা হলেন- শতখালী ইউনিয়ন জামাতের সহকারী আমির আনসার আলী, একই ইউপির যুবদলের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, আড়পাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির কর্মী নূর আলম ও ইকরাম হোসেন।

শ্রীপুর থানা পুলিশের হাতে গ্রেফতাররা হলেন- কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল শেখ, বিএনপি কর্মী শফিকুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন বিএনপির কর্মী রহমান শেখ, মোসলেম শেখ, শহিদ শেখ, জামায়াত কর্মী আবুল কাশেম ও আবদুল ওহাব।

মহম্মদপুর থানায়-বালিদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও একই ইউনিয়ন জামায়াত কর্মী আকরামুজ্জামাকে পুলিশ গ্রেফতার করেছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলনিউজকে জানান, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ওই ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করে। আটকদের  আদালতে সোপর্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।