ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মিরপুরে ১৪ দলের সমাবেশ চলছে

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
মিরপুরে ১৪ দলের সমাবেশ চলছে ছবি: জিএম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নং গোলচত্বরে বিএনপির ডাকা হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দলের শান্তি  সমাবেশ শুরু হয়েছে।

বুধবার (জানুয়ারি ২১) বিকাল ৩টার দিকে এ সমাবেশ শুরু হয়।



সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। মঞ্চে উপস্থিত আছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

সমাবেশের কারণে কাজীপাড়া, শেওড়াপাড়া ও তালতলা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।   

এর আগে গত ১৫ জানুয়ারি চলমান সহিংসতা প্রতিরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টসহ সারাদেশে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। এরই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি রংপুরের মিঠাপুকুর ও পরদিন ১৮ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়িতে সমাবেশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।