ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ৭ শিবির কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
লক্ষ্মীপুরে ৭ শিবির কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর মদিনা উল্যা হাউজিং এলাকার একটি মেস থেকে ৭ শিবিরকর্মীকে ধরে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।



শিবির কর্মীরা হলেন- সাব্বির আহমেদ, নাছির উদ্দিন, রাজু, ইমারান হোসেন, হোসেন আহমেদ, আতিক হোসেন ও মাহফুজ।

এদের মধ্যে আহত সাব্বির আহমেদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা লক্ষ্মীপুর সরকারি কলেজ ও লক্ষ্মীপুর পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, নাশকতার জন্য গোপনে বৈঠক করছে এমন অভিযোগে মদিনা উল্যাহ হাউজিং এলাকায় শিবিরের ওই মেসে ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। পরে সেখান থেকে ৭ শিবিরকর্মীকে পিটিয়ে পুলিশে য়েছে তারা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।