ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
চাঁদপুরে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

চাঁদপুর: চাঁদপুর জেলা জামায়াতের আমির আবদুর রহিম পাটওয়ারীকে গ্রেফতারের প্রতিবাদে রোববার (২৫ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০দল।  
 
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ই-মেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, বুধবার বিকেলে ২০দলের জেলা আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে জোট নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা জামায়াতের আমিরকে গ্রেফতারের প্রতিবাদে ২৫ জানুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত  হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
তবে, এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
 
এর আগে, বুধবার দুপুরে চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকা থেকে চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহছানুজ্জামান লাবুর নেতৃত্বে পুলিশের একটি টিম জেলা জামায়াতের আমিরকে গ্রেফতার করে।  
 
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।