ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মোহাম্মদপুর-গুলশানে ককটেল নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
মোহাম্মদপুর-গুলশানে ককটেল নিক্ষেপ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসে আগুন দেওয়ার চেষ্টা করে তারা।



বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার কাজী নজরুল ইসলাম রোড এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে রাস্তার পাশ থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ওই রুটে চলাচলকারী মৈত্রী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১১-১৭৪৩) ইট-পাটকেল ছুড়তে তাকে দৃর্বৃত্তরা। এ সময় তিন-চারটি ককটেলও বিস্ফোরণ করে তারা।  

এরপর বাসটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গেই  সটকে পড়ে তারা।

তড়িঘড়ি করে যাত্রীরা নেমে যাওয়ায় কোনো আহতের ঘটনা ঘটেনি বলে জানান প্রত্যক্ষদর্শী পথচারীরা।

এদিকে গুলশান-১ এলাকার ঝিলপাড়ে দুই-তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে জানান গুলশান থানার ওসি রফিকুল ইসলাম।

এছাড়া বাড্ডা লিংক রোডে আরও দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।

বাড্ডা থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম ফারুক বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫, আপডেট: ২০২৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।