ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া অসময়ে যুদ্ধ ডেকেছেন: নাসিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
খালেদা জিয়া অসময়ে যুদ্ধ ডেকেছেন: নাসিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসময়ে যুদ্ধ ডেকেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ৩টায় মানিকগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী।



এসময় মন্ত্রী বলেন, ওনার (খালেদা) সঙ্গে কেউ নেই, তিনি একাই লড়াই করে যাচ্ছেন, ওনার নেতাকর্মীরা সব মারা গেছেন, শুধু উনি একাই জীবিত আছেন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের কাজ করে যাচ্ছেন। অপরদিকে খালেদা জিয়া অবরোধ ডেকে দেশের শান্তি নষ্ট করছেন। এতে করে দেশের সাধারণ মানুষ ওনার সঙ্গে নেই।

মন্ত্রী বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। ওই নির্বাচনেও শেখ হাসিনা জয়লাভ করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তুরস্কের রাষ্ট্রদূত হুসয়েনি মুফতুওগলু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের প্রতিমিন্ত্রী জাহিদ মালেক স্বপন, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, সিভিল সার্জন শাহ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ  সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।