ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে বুধবার ৪ গাড়িতে আগুন, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
গাজীপুরে বুধবার ৪ গাড়িতে আগুন, আটক ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: হরতাল ও অবরোধে গাজীপুর জেলায় বুধবার মোট ৪টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পুলিশ এদিন ৪ জনকে আটক করেছে।



বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের হাড়িনাল এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এ সময় বেশ কিছু গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সকাল ৮টার দিকে মহানগরের চান্দনা এলাকায় ঢাকা-গাজীপুর রোডে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি পিকআপে (ঢাকা মেট্রো ঠ-১১-২৪৩৯) পেট্রোল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। সংবাদ পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।

বুধবার ভোররাতে মহানগরের পূবাইল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় দুবৃত্তরা। আগুনে কাভার্ডভ্যানের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

এদিকে বুধবার গাজীপুর থেকে চারজনকে আটক করেছে পুলিশ। দুপুরে মহানগরের চান্দনা সিনেমা হলের পিছন থেকে হৃদয় মিয়া(১৭) নামে এক যুবককে আটক করে পুলিশ। একই সময় সাইফুল ইসলাম(১৪) নামে এক গাড়ির হেলপারকেও আটক করা  হয়।

তবে স্থানীয়রা জানান, ভ্যান চালকের ছেলে হৃদয় মিয়া অসুস্থ। ডাক্তারের চেম্বারের সামনে থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। আটক অপর ব্যক্তি সাইফুল ইসলামের মা স্থানীয় একটি হোটেলে বাবুর্চির কাজ করেন।

এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈর পৌর শ্র্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলহাজ হোসেন মিয়া ও মৌচাক ইউনিয়ন জামায়াতের আমির ইঞ্জিনিয়ার বজলুর রহমানকে বুধবার আটক করেছে পুলিশ। হোসেনকে দুপুরে এবং বজলুর রহমানকে বিকালে সফিপুর থেকে আটক করে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতামূলক কাজে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।